সাজেকে ধর্ষণ চেষ্টার ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
সিএইচটি নিউজ ডটকম
সাজেক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় গতকাল শুক্রবার এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় পুলিশ কনস্টেবল মো: সরোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারী (শনিবার) ভিকটিম ওই নারী নিজেই বাদী হয়ে সাজেক থানায় এ মামলা দায়ের করেছেন।
ভিকটিম তাঁর দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করেন, “গত ২৬ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৪টার সময় বাঘাইহাট পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোঃ সরোয়ার হোসেন আমার বাড়িতে গিয়ে পানি পান করার উছিলায় আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। সরোয়ার হোসেন আমাকে ধারালো দা দিয়ে হত্যার চেষ্টা চালায় এবং গলায় চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয়। শেষে আমাকে ধর্ষণ ও যৌন হয়রানির উদ্দেশ্যে আমার বুকে হাত দেয়।”
এজাহারে তিনি আরো উল্লেখ করেন, “মোঃ সরোয়ার হোসেন আমাকে এমনভাবে গলা চেপে ধরেছিলো যে, আমি চিৎকার পর্যন্ত করতে পারিনি। পরে তার কবল থেকে ছাড়া পেয়ে সঙ্গীসহ সরোয়ার হোসেনকে ধরার জন্য পিছু নিলে উজো বাজার পুলিশ পোষ্টের সহযোগী পুলিশ ও সেনা সদস্যরা তাকে পালনোর ব্যবস্থা করে দিয়েছে।”
এজাহারে তিনি (ভিকটিম) ধর্ষণ চেষ্টাকারী পুলিশ কনস্টেবল মোঃ সরোয়ার হোসেনের উপযুক্ত বিচার ও শাস্তির দাবি করেছেন।
সাজেক থানার ওসি মোঃ নুরুল আনোয়ার মামলাটি গ্রহণ করেন।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।