বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নে “সাজেক কালচারাল টিম” নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল ২৫ এপ্রিল ২০১১, সোমবার দুপুর ১টায় সাজেকের নন্দরামে এক আলোচনা সভার মাধ্যমে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নিলাময় চাকমাকে পরিচালক, বিনয় চাকমাকে সহকারী পরিচালক, উদয়ন চাকমাকে সাধারণ সম্পাদক ও বিদ্যুত্ আলো চাকমাকে যোগাযোগ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।
সাজেক এলাকায় চিত্ত বিনোদনের মাধ্যমে জনগণকে সচেতন করা এবং পাহাড়ি জনগণের ঐতিহ্য, সংস্কৃতিকেধরে রাখার লক্ষ্যেই এ সংগঠন কাজ করবে।
সংগঠনটি সঠিকভাবে পরিচালনার সুবিধার্থে জ্ঞানেন্দু চাকমা, জ্যোতিলাল কার্বারী, জ্যোত্স্না রাণী চাকমা ও অম্পিকা চাকমা সহ ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। নবগঠিত সংগঠনটির সহ সাধারণ সম্পাদক আনন্দ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।