সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাসে আগুন
সিএইচটি নিউজ ডটকম
সাজেক(রাঙামাটি) : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাইক্রোবাসটি রুইলুই পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে মাচলংয়ের সীমানায় ৮নম্বর নামক স্থানে পৌঁছলে কতিপয় অজ্ঞাত ব্যক্তি মাইক্রোবাসটি আটকায়। এরপর তারা যাত্রীদের নামিয়ে দিয়ে তাদের ব্রিফকেস ও ব্যাগ ছিনিয়ে নেয় এবং গাড়িটি পুড়িয়ে দেয়। আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে থেকে পর্যটকদের উদ্ধার করে মাচালং সেনা ক্যাম্পে নিয়ে আসে।
কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার কর্মকর্তা মো. নূরুল আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়া মাত্র সাজেক থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
উল্লেখ্য, সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্র স্থাপনের পর থেকে স্থানীয় অনেক পরিবার নিজ জায়গা-জমি থেকে উচ্ছেদ হয়েছেন এবং অনেকে উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন বলে স্থানীয় লোকজনের ব্যাপক অভিযোগ রয়েছে।
—————-