সাজেকে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে আরো এক কৃষককে ধান কাটায় সহযোগীতা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির সাজেকে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির উদ্যোগে আরো এক কৃষককে জমির পাকা ধান কাটায় সহযোগিতা প্রদান করা হয়েছে। এর আগে তিন সংগঠনের উদ্যোগে তিন দফায় এমন সহযোগিতা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সাজেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাঙ্গলমারা গ্রামে স্বেচ্ছাশ্রমে ২৫ জনের একটি টিম কৃষকের দেড় কানি জমির পাকা ধান কেটে দেন।
এই ধানকাটা সহযোগীতায় নারী সংঘের নেতা-কর্মী ছাড়াও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপায়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সহসাধারণ সম্পদেক সমর চাকমা অংশগ্রহণ করেন।
এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃষক বলেন, “সাধারনত ‘মালেয়্যা’ পদ্ধতিতে কাজ করলে অনেক খরচ হয়। সংগঠনের উদ্যেগে বিনা খরচে সহযোগীতা করায় কোন খরচ হয়নি। সংগঠনের এই কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ধানকাটা সহযোগীতায় অংশগ্রহণকারী নারী সংঘের নেতা-কর্মী, সমর্থকরা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসেবামূলক এমন কাজের মাধ্যমে আমরা সংগঠনকে এগিয়ে নিতে চাই। জনগণের সুখ-সুঃখে পাশে থেকে এবং জনগণকে সাথে নিয়েই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণ ও সংগঠন একাত্ম হলে যে কোন কাজে আমরা সফল হতে পারবো।
তারা সামাজিকভাবেও পরস্পরের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা সৃষ্টির জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
