সাজেকে পিসিপি নেতা রুপায়ন চাকমাকে আটকের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

মানিকছড়ি প্রতিনিধি।। সিন্দুকছড়ির পঙ্খীমুড়াতে সেনাবাহিনী কর্তৃক ঘরবাড়ি ভাংচুর ও ভূমি বেদখলের প্রতিবাদে সাজেকের মাচলং বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হামলা ও পিসিপি’র সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি থানা শাখা।
আজ মঙ্গলবার (১৫ জুন ২০২১) বিকালে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা ও সাংগঠনিক সম্পাদক অংসাহ্লা মারমা। সাধারণ সম্পাদক অংগ্য মারমা এতে সঞ্চালনা করেন।

প্রায় ৩০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আজকে সাজেকের মাচলংয়ের পঙ্খীমুড়াতে ভূমি বেদখলের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে সেনাবাহিনী হামলা চালিয়ে পিসিপি’র সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে আটক ও মারধর করেছে। তারা এই আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে রুপায়ন চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বক্তারা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।