সাজেকে বিজিবি সদস্য কর্তৃক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
দীঘিনালা: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিজিবি সদস্য কর্তৃক এক পাহাড়ি নারীকে(২৭) ধর্ষণ চেষ্টার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম এর দীঘিনালা থানা শাখা।
আজ ৪ নভেম্বর মঙ্গলবার বেলা ২টায় ইউপিডিএফ দীঘিনালা ইউনিট কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স, দীঘিনালা বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কোয়ারে এসে সমাবেশে মিলিত হয়। এতে হিল ইউমেন্স ফেডারেশন দীঘিনালা থানা শাখার সাধারন সম্পাদক ডেইজি চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার দপ্তর সম্পাদক কনক জ্যোতি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা থানা শাখার সদস্য জীবন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা ডিগ্রি কলেজ শাখা সহ-সাধারন সম্পাদক অমর বিকাশ চাকমা।
সমাবেশে বক্তারা গত ৩ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিয়ালদাইলুই এলাকায় সদ্য স্থাপিত ইয়ান্দার পাড়া বিজিবি ক্যাম্পের অজ্ঞাত সদস্য কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। তারা বলেন, স্থানীয় লোকজন এর প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকি দিয়ে তাদেরকে ক্যাম্প থেকে তাড়িয়ে দেয়া হয়। ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তি তো দূরের কথা উল্টো তাদের বাঁচানোর জন্য ক্যাম্প অধিনায়ক দোষীদের নাম পর্যন্ত বলতে অস্বীকৃতি জানায়।
সমাবেশে বক্তারা বিজিবির বিভিন্ন অপকর্মের কাহিনী তুলে ধরে ধর্ষণচেষ্টাকারী বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন বক্তারা।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।