
সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার আহ্বানে বিভিন্ন স্থানে ফেস্টুন টাঙানো হয়েছে।
গত সোমবার (০১ ফেব্রুয়ারি ২০২১) সাজেক ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির উদ্যোগে শিজক ছড়া, ডেবাছড়া, হাউজ পাড়া, মাচলং ব্রীজ পাড়া, মাচলং হরি মন্দির এলাকা ও শান্তি পাড়া এলাকায় টাঙানো হয়েছে এসব ফেস্টুন।
ফেস্টুগুলোতে ‘বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলুন’, ‘যারা সংঘাত চায় তারা জনগণের বন্ধু নয়’, ভ্রাতৃঘাতি সংঘাত জুম্ম জাতির ক্ষতি’ ‘শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদে পা দেবেন না’, ‘বাস্তুভিটা দখলের ষড়যন্ত্র ভেস্তে দাও’ ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।






সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
Let justice never stop!