সাজেকে সুর্যমুখী চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃপারাণী চাকমা

0
সাজেকে প্রথম সূর্যমুখী ফুল চাষী কৃপারাণী চাকমা। ছবি: সাজেক প্রতিনিধি

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রথম বারের মতো সূর্যমুখী ফুল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন সাবেক মহিলা মেম্বার কৃপারাণী চাকমা।

কৃপারাণী চাকমার বাড়ি সাজেক ইউনিয়নের বাঘাইহাট হাজাছড়া গ্রামে।

তিনি জানান, আগে তার জমিতে ধানের চাষ হতো। এই প্রথম অনেকটা শখের বশে তেলের জন্য তিনি সূর্যমুখী ফুলের চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকলে ভাল ফলন পাবার আশা তাঁর।

যে পাহাড়ে কেবল জুমের ফসলই স্থানীয়দের ভরসা, সেখানে এখন কৃপারাণী চাকমার সূর্যমুখী ফুলের ক্ষেত দেখে নতুন স্বপ্ন দেখছেন সাজেক পাহাড়ের বাসিন্দারা।

কৃপারাণী চাকমার সূর্যমুখী ফুলের ক্ষেত। ছবি: সাজেক প্রতিনিধি

সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা বলেন, কৃপারানি চাকমার সুর্যমুখী চাষ দেখে স্থানীয়রা আগ্রহী হলে আগামীতে এই চাষ আরো বাড়বে।

তিনি শুধু জুমের উপর নির্ভরশীল না থেকে সূর্যমুখীসহ বিভিন্ন লাভজনক সবজি চাষে মনোযোগী হওয়ার জন্য এলাকার জনগণের প্রতি আহ্বান জানান।

সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, এবার প্রথম সাজেক ইউনিয়নে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। তিনি আশা করছেন, ধানের চেয়ে সূর্যমুখী ফুল চাষে চাষিরা বেশি লাভবান হবেন।

তিনি সূর্যমুখীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের বীজ, সারসহ প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দরকার বলে মনে করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More