সাজেকে সেনাবাহিনীর বাধায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত!

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য মঞ্চ ও অনুষ্ঠান স্থল প্রস্তুত করা হয়। কিন্তু সেনাবাহিনীর বাধায় অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর বাধায় ‘ফুল বারেঙ বোইও-বা’ নামে স্থানীয় একটি পাঠাগারের উদ্যোগে ২০২২ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, তারা প্রথমে গত ২৩ ডিসেম্বর ২০২২ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন। সে লক্ষ্যে তারা ২১ ডিসেম্বর মঞ্চ প্রস্তুত করার জন্য দীঘিনালা থেকে সরঞ্জাম আনতে গেলে বাঘাইহাট ৬নং সেনা চেকপোষ্ট থেকে ডেকোরেশেনের গাড়িটি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ফলে সে সময় অনুষ্ঠানটি আর করা যায়নি।

এরপর স্থানীয় মুরুব্বী ও পাঠাগার কর্তৃপক্ষ বাঘাইহাট সেনা জোনে গিয়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাইলে জোন থেকে ৬ জানুয়ারি ২০২৩ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়। সে অনুসারে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য মঞ্চ ও অনুষ্ঠান স্থল প্রস্তুত করা হলে সেনাবাহিনী আবার বাধা প্রদান করে এবং আয়োজক কর্তৃপক্ষকে বাঘাইহাট জোনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জোন কর্তৃপক্ষের নির্দেশ মতো আজ ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজক ফুল বারেঙ বোইও বা’র সদস্যরা জোনে গেলে তাদেরকে অনুষ্ঠান বাতিল করে মঞ্চ ভেঙে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এ সময় আয়োজকদের সাথে অনেক খারাপ আচরণ করা হয় এবং অনুষ্ঠান বাতিলের খবরটি যাতে সিএইচটি নিউজে প্রচার না হয় সেজন্যও হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। ফলে আয়োজরা আবারো অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। এতে করে অনুষ্ঠানটির আয়োজন অনিশ্চিত হয়ে গেলো।

এদিকে, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনীর এমন বাধাদানের ঘটনায় এলাকার সচেতন মহল, জনপ্রতিনিধি ও মুরুব্বীরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, শিক্ষার্থী সংবর্ধনার মতো একটি নিরীহ অনুষ্ঠান আয়োজনে কেন বার বার বাধা দেওয়া হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এটা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন। 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More