সাজেকে সেনাবাহিনী কর্তৃক আটক পিসিপি’র তিন নেতার মুক্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ
দীঘিনালা : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতারকৃত সুমন চাকমাসহ তিন পিসিপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) দীঘিনালা উপজেলা শাখা।
আজ বুধবার (১৫ মার্চ ২০১৭) দুপুর ১টায় দীঘিনালা সদরের বাবুপাড়া শহীদ ভরদ্বাজ মুণির স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লারমা স্কোয়ার ঘুরে দীঘিনালা ডিগ্রী কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা ও দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি সুমেশ চাকমা প্রমুখ।
বক্তারা পিসিপি’র তিন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক অগণতান্ত্রিক ‘১১ নির্দেশনা’ জারির পর থেকে পার্বত্য চট্টগ্রামে সেনা নির্যাতন বৃদ্ধি পেয়েছে। অন্যায় ধরপাকড় যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে পিসিপি’র নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত পিসিপি’র তিন নেতাকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় বন্ধ করা, পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত ১টার সময় বাঘাইহাট জোনের সেনা সদস্যরা সাজেকের রেতকাবা গ্রামের একটি বাড়ি থেকে পিসিপি’র রাঙামাটি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা, তথ্য প্রচার সম্পাদক সুমন চাকমা ও সাজেক শাখার সাংগঠনিক সম্পাদক রূপায়ন চাকমাকে গ্রেফতার করে। সাংগঠনিক কাজ শেষে তারা সেখানে অবস্থান করছিলেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।