সাজেকে সেনাবাহিনী কর্তৃক একটি বৌদ্ধ বিহারের সাইনবোর্ড খুলে ফেলতে বাধ্য করার অভিযোগ!

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনী একটি বৌদ্ধ বিহারের সাইনবোর্ড খুলে ফেলতে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে সাজেক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজাছড়া বৌদ্ধ বিহারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ সকাল ৮টার সময় গঙ্গারাম ছৌদগীছড়া সেনা ক্যাম্প থেকে ১৩ জনের একদল সেনা সদস্য হাজাছড়ি বৌদ্ধ বিহারে প্রবেশ করে। এরপর বিহারে থাকা দায়ক অনিল চাকমা (৪৫) ও দায়িকা রিতা চাকমাকে(৩৫) ডেকে বিহারের সাইনবোর্ড খুলে ফেলতে বলে। কিন্তু তারা সাইনবোর্ড খুলতে অপারাগতা প্রকাশ করলে সেনারা বন্দুক তাক করে সাইনবোর্ড খুলতে বাধ্য করায়।
পরে সেনা সদস্যরা কজোইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন গিয়ে সহকারী শিক্ষক সাধান চাকমা ও মিহির চাকমাকে ডেকে দায়িত্বরত সেনা কমাণ্ডার বিদ্যালয়ে শিক্ষকদের কোন অসুবিধা হলে বাঘাইহাট জোন কর্তৃপক্ষকে অবগত করতে বলেন।
আধা ঘন্টার পর সেনারা আবার অনিল চাকমা ও রিতা চাকমাকে গঙ্গারাম খালের পাড়ে ডেকে নিয়ে যায়। সেখানে সেনা সদস্যরা নিজেদের একটা এন্ড্রয়েড মোবাইল দিয়ে নানান ভঙ্গিতে ছবি তুলতে রিতাকে বাধ্য করে এবং ছবি তোলার “পারিশ্রমিক” হিসেবে তাকে (রিতাকে) ৫০ টাকা দিয়ে ক্যাম্পে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
