শোক সংবাদ:
সাজেক ভূমি রক্ষা কমিটির সাবেক সভাপতি জ্ঞানেন্দু চাকমা’র জীবনাবসান
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
সাজেক ভূমি রক্ষা কমিটির সাবেক সভাপতি জ্ঞানেন্দু চাকমা’র জীবনাবসান হয়েছে।
গতকাল বুধবার (৬ নভেম্বর ২০২৪) বিকাল ৩টার সময় সাজেকের রেতকাবা (দোপদা) গ্রামের নিজ বাড়িতে তিনি স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ (বৃহস্পতিবার) তাঁর দাহক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জ্ঞানেন্দু চাকমা সাজেক ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ ও ২০১০ সালে সাজেকে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা সংঘটিত হলে তাঁর নেতৃত্বে ঢাকায় সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
ভূমি রক্ষা কমিটির দায়িত্ব পালনকালে তাকে সেনা-প্রশাসনের হুমকি, ঘরবাড়ি তল্লাশিসহ নানা হয়রানির শিকার হতে হয়েছে।
জ্ঞানেন্দু চাকমা ইউপিডিএফভূক্ত ৮ গণসংগঠনের কনভেনিং কমিটিরও অন্যতম সদস্য ছিলেন। উক্ত কনভেনিং কমিটির হয়ে তাঁর নেতৃত্বে ২০১৪ সালে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ থানার সীমান্তর্তী চাকমা গ্রামে সাংগঠনিক সফর করা হয়।
তাঁর জীবনাবসানে সাজেকবাসীসহ পার্বত্য চট্টগ্রামের জনগণ ভূমি রক্ষা আন্দোলনের একজন সংগঠককে হারালো।
জ্ঞানেন্দু চাকমা’র মৃত্যুতে ইউপিডিএফের সাজেক ইউনিটের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।