সাজেক সফর করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
সিএইচটিনিউজ.কম ডেস্ক:
 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক অঞ্চলে সফর করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার(৫ মার্চ) দুপুরে সফরকালে তিনি ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ, রুইলুই জুনিয়ার হাইস্কুল ও রুইলুই পাড়া ক্লাব পরিদর্শনসহ রুইলুই গণপাঠাগার উদ্বোধন করেন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক অঞ্চলে সফর করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার(৫ মার্চ) দুপুরে সফরকালে তিনি ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ, রুইলুই জুনিয়ার হাইস্কুল ও রুইলুই পাড়া ক্লাব পরিদর্শনসহ রুইলুই গণপাঠাগার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি পাঠাগারের জন্য বেশকিছু বই ও নগদ টাকা প্রদান করেন। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন রিসোর্ট, মডেল হাইস ও অন্যান্য অবকাঠামোগত কাজের অগ্রগতি দেখে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাজেক এলাকার সার্বিক উন্নয়নসহ সীমান্ত এলাকা দিয়ে সড়ক নির্মাণ ও অরক্ষিত সীমান্ত রক্ষণাবেক্ষনের ওপর বিশেষ গুরুত্বারোধ করেন।
তিনি রুইলুই পাড়া ক্লাব আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্পীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রগতির জন্য নগদ অর্থ প্রদান করেন।
এ সময় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার কাজী শামসুল ইসলাম পিএসসি, বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত অঞ্চল প্রধান কর্নেল ফরিদ হাসান পিএসসি, খাগড়াছড়ি বিজিবি’র ভারপ্রাপ্ত সেক্টর কমাণ্ডার লে: কর্নেল খন্দকার মাহমুদ হোসেন পিএসসি, মারিশ্যা জোন কমাণ্ডার লে: কর্নেল মো: রশিদুল ইসলাম পিএসসি, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, স্থানীয় হেডম্যান লাল থাংয়া লুসাই ও সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (সৌজন্যে: সিএইচটি টুডে ডটকম)
