সাভারে পিসিপি ও যুব ফোরামের দুই নেতাকে অন্যায়ভাবে আটক করেছে পুলিশ
ঢাকা : সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)-এর দুই নেতাকে অন্যায়ভাবে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ শনিবার (২ জুন ২০১৮) বিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পিসিপি’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা ও যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা।
আগামী ১২ জুন কল্পনা চাকম ‘র ২২ তম অপহরণ দিবসকে সামনে রেখে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার নেতৃত্বে পিসিপি ও যুব ফোরামের একটি যৌথ টিম সাভারের শ্রমিক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিলি করতে যায়। উক্ত টিমটি গত ৩০ মে ঢাকা থেকে প্রথমে আশুলিয়া এবং সেখান থেকে সাভারস্থ কাঠগড়া, পল্লী বিদ্যুৎ ও সবশেষে গতকাল গাজিরচট-এর বুড়ি বাজার এলাকায় যায়।



সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।