সিন্দুকছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি
গুইমারা প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় ইউপিডিএফ সদস্য সুদীপ্ত ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
আজ সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় সিন্দুকছড়ি জোন থেকে ২০-২৫জন সেনা সদস্য গিয়ে প্রথমে বাড়ি ঘেরাও করে। এ সময় লোকজন না থাকায় বাড়ির দরজা ছিল বন্ধ। সেনা সদস্যরা বাড়ির ২টি দরজা ভেঙে ভিতরে ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালায়। কিন্তু তল্লাশির পরও অবৈধ কোন কিছুই উদ্ধার করতে পারেনি। পরে কোন কিছু না পেয়ে সেনারা জোনে ফিরে যায়।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার সেনা সদস্যরা তাঁর বাড়ি তল্লাশি চালিয়েছিলো।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।