সিলেটে সিপিবি-বাসদ সভায় হামলার নিন্দা জানিয়েছে ইউপিডিএফ

0
ডেস্ক রিপোর্ট, সিএইচটিনিউজ.কম
পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা আজ  ১৫ সেপ্টেম্বর রবিবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সিলেটে সিপিবি-বাসদ জনসভায় হামলার ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের প্রতি হুমকি ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে ইউপিডিএফ নেতা অনতি বিলম্বে হামলাকারীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, আজ রবিবার বিকেলে সিলেট নগরীতে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে সিপিবিরি কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অনন্ত ১০ জন আহত হন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More