সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপ কর্তৃক ত্রিপুরা জনগোষ্ঠীর ভূমি বেদখলের চেষ্টা

চট্টগ্রাম ।। চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার ত্রিপুরা জনগোষ্ঠীদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তার চালাচ্ছে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ শুক্রবার (১৪ মে ২০২১) সকালে আবুল খায়ের গ্রুপের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা সশস্ত্র অবস্থায় দলবলসহ গিয়ে সেখানে বসবাসরত ত্রিপুরাদের বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন ও তাদেরকে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পাড়াটিকে কাঁটা তার দিয়ে ঘিরে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টাও তারা অব্যাহত রেখেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
আবুল খায়ের গ্রুপসহ স্থানীয় ভূমিদস্যুদের অত্যাচার ও হুমকি-ধমকিতে সেখানে ১৫০ বছরের অধিক সময় ধরে বসববাস করা ত্রিপুরা জনগোষ্ঠীরা এখন অসহায় ও অনিরাদ হয়ে পড়েছেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।