খাগড়াছড়ি : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ত্রিপুরা কিশোরীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিলি ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিএফ) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শনিবার (১৯ মে ২০১৮) বেলা সাড়ে ৩টায় মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভরের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে আবার স্বনির্ভর বাজারে গিয়ে শহীদ অমর বিকাশ চাকমার সড়কের উপর এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বরুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এন্টি চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীরা কোথাও আর নিরাপদ নয়। নিজ ঘরে কিংবা বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাস্তায় প্রতিনিয়ত নারীদের ধর্ষণ-খুন-গুম-অপহরণ-হত্যার শিকার হচ্ছে। প্রায়ই ঘটনা সরকার-প্রশাসনের ছত্রছায়ায় ঘটছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে সরকার দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ গ্রহণ না করায় বার বার এমন ঘটনা ঘটেই চলেছে।
সমাবেশ থেকে বক্তারা সীতাকুণ্ডে দুই ত্রিপুরা কিশোরী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, পাহাড় ও সমতলে নারীসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিলাইছড়িতে সেনা দুর্বৃত্তদের কর্তৃক দুই মারমা কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।