খাগড়াছড়ি : ‘জাতীয় জীবনে সুখ, শান্তি, অগ্রগতি ও ভয়-ভীতিহীন, নিরাপদ জীবন ভয়ে আনুক’ এই কামনা করে ২০১৭ সালকে বিদায় ও ২০১৮ সালকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ-এর ব্যানারে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।
‘সমস্ত প্রতিক্রিয়াশীল অপশক্তি নির্মূল হোক’ এই শ্লোগানে আজ রবিবার (৩১ ডিসেম্বর ২০১৭) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে প্রজ্জ্বলিত প্রদীপ সহকারে র্যালিযোগে স্বনির্ভর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে এতে বক্তব্য রাখেন দীপংকর চাকমা।
তিনি পুরাতন বছরের সকল দুঃখ-গ্লানি-ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কামনা করেন।
এরপর নতুন বছর ২০১৮ সালে সুখ, শান্তি ও মঙ্গল কামনায় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচি সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোর, ছাত্র-যুব-নারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।