সুবলংয়ে অস্ত্রসহ সন্তু গ্রুপের এক সদস্য আটক
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটিরসুবলং থেকে আজ সোমবার ভোর ৪টার সময় অস্ত্রসহ জেএসএস (সন্তু গ্রুপ)-এর এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।আটককৃতসন্তু গ্রুপের সদস্যের নাম রূপায়ন চাকমা (২৮)।তার বাড়ি বরূনাছড়ির দীঘল ছড়ি এলাকায়। সে ইউপিডিএফ সদস্যকে খুন করতে সুবলঙ বাজারে আসে।
সেনা সদস্যরা তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছূরি উদ্ধার করেছে বলে জানা গেছে।
স্থানীয়রাজানায়, আটককৃত রূপায়ন চাকমা পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (সন্তু গ্রুপ)-এর সদস্য।সে আজ ভোরে ইউপিডিএফ’র এক সদস্যকে হত্যা করারউদ্দেশ্যে সুবলঙে এসেছে।