সেনানিবাসের জন্যে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে রুমায় এলাকাবাসীর বিক্ষোভ

0
12

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
বান্দরবানের রুমায় সেনানিবাস সম্প্রসারণের জন্যে ভূমি অধিগ্রহনের প্রতিবাদে বৈসাবি উসব বর্জন করে রুমা এলাকাবাসী আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে লুপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খয়চং ম্রো, পান্তলা মৌজার হেডম্যান নুমলাই ম্রো, মংশৈপ্রু খেয়াং, শৈহ্লাপ্রু কারবারী ও ইউপি সদস্য নিহ্লাঅং প্রমুখ

তাঁরাঅভিযোগ করেন, পাহাড়িদের উচ্ছেদ করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত হাজারহাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে সেনাবাহিনীএ প্রক্রিয়া বন্ধনা হলে তাঁরা কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান

এ ব্যাপারে রুমা সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল ওয়াসিমুল হক জানিয়েছেন, অধিগ্রহণ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৯ হাজার ৫৬০ একর থেকে অধিগ্রহণপ্রস্তাব কমিয়ে এখন ৩ হাজার একরে আনা হয়েছেজনসাধারণকে ক্ষতিগ্রস্থ নাকরেই এ অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে

উল্লেখ্য যে, লে. কর্ণেল ওয়াসিমুল হক বাঘাইছড়ি জোনে দায়িত্বে থাকাকালীনই সাজেকের ঘটনা সংঘটিত হয়। সাজেক ঘটনার পর তাকে রুমা সেনানিবাসে বদলী করা হয়। বর্তমানে তিনি সেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.