নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা আজ রোববার এক যুক্ত বিবৃতিতেপার্বত্য চট্টগ্রামে স্থানীয় চাহিদা পূরণ না করে সেমুতাঙের গ্যাস বাইরে সরবরাহের জন্য সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, কাপ্তাই বাঁধের ফলে ঘরবাড়ি, বসতভিটা, জায়গা-জমি হারিয়ে সর্বস্বান্ত হতে হয়েছে পার্বত্যবাসীদের, অথচ তারা বিদ্যুৎ পায় নি৷ এবার আবার মাটির নিচের সম্পদ আহরণ করে পার্বত্যবাসীদের ভিটেবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে৷ পার্বত্য চট্টগ্রামের জনগণ তা আর মেনে নেবে না৷ সেমুতাঙের গ্যাসের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে পার্বত্যবাসী অচিরেই কঠোর কর্মসূচি দিয়ে এর সমুচিত জবাব দেবে।
বিবৃতিতে নেতৃদ্বয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আজকের হরতালে অর্ধ শতাধিক নেতা-কর্মী গ্রেফতার, পুলিশের বেপরোয়া লাঠি চার্জ, সিপিবি-বাসদ অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগে ছাত্রদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতৃদ্বয় হরতালের প্রতি আবারও পূর্ণ সমর্থন ব্যক্ত করে অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে আরও বলেন, চুক্তি বিষয়ে রাখঢাক এবং মারমুখী আচরণের মধ্য দিয়ে সরকারের আসল রূপ বেরিয়ে পড়েছে৷ জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পাদিত কোন চুক্তি এদেশের জনগণ মেনে নিতে পারে না।