‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় : ঢাবি কর্তৃপক্ষ

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র বিক্ষোভে হামলা করা “স্টুডেন্ট ফর সভারেন্টি” ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো সংগঠন নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই হামলার নিন্দা জানিয়েছে।

গত ১৫ জানুয়ারি এনটিসিবি ভবনের সামনে হামলা চালাচ্ছে স্টুডেন্টস ফর সভারেন্টির সন্ত্রাসীরা।
ছবি: সংগৃহিত


ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা করা ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই। 

এতে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত ওই সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগির শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। 

এদিকে, ওই হামলার প্রতিবাদে গতকাল (১৬ জানুয়ারি) সংক্ষুব্ধ ছাত্র জনতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়া মিছিলে হামলা চালায় পুলিশ।  

লাঠিতে জাতয়ি পতাকা বেঁধে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেওয়া স্টুডেন্টস ফর সভারেন্টির সন্ত্রাসীরা।


শিক্ষার্থীদের ওপর পুলিশের এ হামলার নিন্দা জানিয়ে ঢাবি কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ঢাবি কর্তৃপক্ষ বিবৃতিতে আরও জানায়, ১৫ ও ১৬ জানুয়ারি হামলায় আহত ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হামলায় জড়িত একজনকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার

এনসিটিবি ভবনের সামনে হামলাকারী স্টুডেন্টস ফর সভারেন্টি’র সাথে যুক্ত থাকার দায়ে শাহাদাৎ ফরাজি সাকিব নামে একজনকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক কমিটি। তিনি জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি কমিটির সদস্য ছিলেন।

গতকাল (১৬ জানুয়ারি) নাগরিক কমিটির দপ্তর সেল এর মনিরা শারমীন স্বাক্ষরিত শাহাদাৎ ফরাজী সাকিবকে দেয়া চিঠিতে বলা হয়, “জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।

“সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা স্বার্থে আপনাকে আহ্বায়ক জনাব নাসিরুদ্দীন পাটওয়ারি ও সদস্য সচিব জনাব আখতার হোসেন এর অনুমোদনক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আজকের তারিখ থেকে কার্যকর হবে।1”

জানা গেছে, শাহাদাৎ ফরাজী সাকিব ওই হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More