হাফছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি
সিএইচটি নিউজ ডটকম
গুইমারা: খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের টিলা পাড়ার বাসিন্দা অংজ মারমা(৪৫), পিতা- অংগ্য মারমা’র বাড়িতে তল্লাশি চালিয়েছে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা।
জানা যায়, সোমবার(২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার সময় সিন্দুকছড়ি জোন থেকে ৩টি গাড়িযোগে একদল সেনা সদস্য টিলাপাড়ায় গিয়ে অস্ত্র খোঁজার নামে অংজ মারমার বাড়িতে তল্লাশি চালায়। সেনারা বাড়ির ভিতর ঢুকে গৌতম বুদ্ধের ছবিসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়। প্রায় আধঘন্টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। তবে তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।