রাঙামাটি : “নিজের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার্থে ঐক্যবদ্ধ্য হোন! পার্বত্য চট্টগ্রামে সেনা নিপীড়ন ও সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে সামিল হোন! শ্লোগানের মধ্য দিয়ে হিল উইমেন্স ফেডারেশন’র কাউখালী থানা শাখার ৪র্থ কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।আজ ১৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় কাউখালীতে অনুষ্ঠিত কাউন্সিল সভায় হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনা ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুপসী চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপিডিএফ কাউখালী এলাকার সংগঠক পুলক চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক পাইশিলা মারমা, বৃৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কাউখালী থানা শাখা সভাপতি প্রজ্ঞা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক সাধারণ জুম্ম জনগণের উপর অন্যায় ধর-পাকড়, নির্যাতন-নিপীড়ন ও নারী ধর্ষণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। সেনাবাহিনীর পাশাপাশি সরকারের জুম্ম ধ্বংসের নীলনক্সা বাস্তবায়নে দূষ্কর্মের দায়ে জুম্ম সমাজ হতে বিচ্যুত গুটিকয়েক বিপদগামী, দূষ্কৃতকারীর সমন্বয়ে সেনাদেরই সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর (জারগো দল) সদস্যদের সহায়তা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে।
সভায় বক্তারা পুরুষের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নারীদেরকেও দৃঢ় প্রত্যয় নিয়ে সেনা এবং তাদেরই সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর (জারগো দল) সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার প্রস্তুতি গ্রহণসহ পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।পরবর্তীতে কাউন্সিল সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা এবং রুপসী চাকমাকে সভাপতি, পাইথুইমা মারমাকে সাধারণ সম্পাদক ও কবিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার নতুন কমিটি উপস্থাপন ও সর্বসম্মতিতে পাশ করা হয়।
নব কমিটিকে শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।
—————————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।