২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের আহ্বান পিসিপির

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তাসমূহের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবের দিন পরীক্ষা রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাথ্যমিক শিক্ষাবোর্ড। এই রুটিন পরিবর্তনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত লড়াকু ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সস্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অন্তর্বরর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয়, ‘বৈ-সা-বি’ (বৈসু-সাংগ্রাই-বিঝু-বিহু-সাংক্রান-বিষু) উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রত্যেক বছর ১২ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তাসমূহের এই ঐতিহ্যবাহী প্রধান সমাজিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিনসমূহে পাহাড়ে তরুণ-তরুণী ও শিক্ষার্থীরাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ জাতিসত্তার ঐতিহ্যকে ধারণ করে, নিজ নিজ সংস্কৃতি চর্চা করে থাকে এবং আনন্দ উৎসবে মেতে উঠে। যার মাধ্যমে পাহাড়ে সকল জাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলন ঘটে। ২০২৫ সালেও ১২ এপ্রিল থেকে এই উৎসব শুরু হবে। কিন্তু এসএসসি পরীক্ষা রুটিনে আমরা দেখলাম ১৩ই এপ্রিল এবং ১৫ই এপ্রিল যথাক্রমে বাংলা ২য় পত্র আর ইংরেজি ১ম পত্র পরীক্ষা রাখা হয়েছে। এর মাঝে ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ। মূলত এই দিনগুলোতেই পাহাড়ি সম্প্রদায়গুলো উৎসবটি পালন করে থাকে। ফলে, এই দু’টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পাহাড়ি শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তাদের নিজ নিজ উৎসব পালন করার সুযোগ পাবে না। সুতরাং এই রুটিন অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন।

২০২৫ে সালের এসএসসি পরীক্ষার রুটিন
শিক্ষামন্ত্রণালয়ের ‘বৈ-সা-বি’ উৎসবকে বিবেচনায় রাখা উচিত ছিল মন্তব্য করে নেতৃদ্বয় বলেন, দুঃখের সাথে বলতে হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার রুটিন প্রণয়নের সময় এদেশের পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসবের বিষয়টা বিবেচনা করা হয়নি। এ সময়টায় পাহাড়ের চাকমা, মারমা, ত্রিপুরা, মুরুং, খুমি, চাক, খিয়াং, লুসাই, পাংখো, বম, তনচংগ্যা, সাঁওতাল, গুর্খা, অহোমী ও রাখাইনসহ ১০ ভাষা-ভাষী ১৫টি জাতিসত্তার মানুষেরা নববর্ষকে নিজ নিজ স্বকীয় আচারে বরণ করে নেয়।
তাদের উৎসব বৈসু-সাংগ্রাই-বিঝু-বিহু-সাংক্রান-বিষু (বৈ-সা-বি) যে নামেই পরিচিত করি না কেন, এগুলো পাহাড়িদের শত শত বছরের ঐতিহ্য। যা এই দেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে।
‘বৈ-সা-বি’ উৎসবকে সরকারি ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, দেশের নানান ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে পাহাড়ে জাতিসত্তাসমূহের ঐতিহ্যবাহী এই উৎসবকে সরকারি সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যার মাধ্যমে দেশের অন্যান্যা জাতি, ধর্ম, বর্ণ মানুষের সাথে পাহাড়ে মানুষের সাংস্কৃতিক ঐক্য ও সম্মিলন ঘটবে বলে আমরা মনে করি।
তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের ২০২৫ সালের ছুটির তালিকায় ‘বৈ-সা-বি’ উৎসব উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এই দুই দিনের ছুটিতে সমতলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও বিভিন্ন জায়গায় কর্মরত পাহাড়িরা নিজ বাড়িতে গিয়ে উৎসব পালন করে ফিরে আসা সম্ভব নয়। ফলে এই ছুটি সাধারণ ছুটির সাথে যুক্ত করে আরো বাড়াতে হবে।
নেতৃদ্বয়, পাহাড়ে সকল শিক্ষার্থীরা যাতে নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্য ধারণ করে উৎসব উপভোগ করতে পারে সেজন্য আগামী বছরের এসএসসি পরীক্ষায় ১৩ ও ১৫ এপ্রিলের পরীক্ষার রুটিন পরিবর্তনের জন্য সরকার ও শিক্ষামন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। এছাড়াও নেতৃদ্বয় ‘বৈ-সা-বি’ উৎসবকে সাধারণ ছুটি ঘোষণাসহ ৫ দিনের সরকারি ছুটি নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।