ঢাকা : সভাপতি পদে প্রমোদ জ্যোতি চাকমাকে নব নির্বাচিত করে ও কনক জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক করে সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্টের নতুন কমটি গঠিত হয়েছে। ২৫ মে (শুক্রবার) ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সম্মেলন শেষে এ নতুন কমিটি গঠন করা হয়।

সকালে আলোচনা সভা ও র্যালী শেষে বিকাল ৩টায় জাতীয় মু্ক্তি কাউন্সিল কার্যালয়ে সম্মেলনের মূল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি প্রমোদ জ্যোতি চাকমা। অধিবেশনে সাংগঠনিক রিপোর্ট ও দাবিনামা পেশ করেন বিদায়ি কমিটির সাংগঠনিক সম্পাদক কনক জ্যোতি চাকমা।
সাংগঠনিক রিপোর্টের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবজেক্ট কমিটি বসে নতুন কমিটি চূড়ান্ত করে।

এরপর ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বিদ্যমান কমিটিকে বিলুপ্তি ও ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এবং তিনি নবগঠিত সভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট-এর সদস্যদের শপথবাক্য পাঠ করান।
উক্ত সম্মেলন থেকে সরকারের কাছে নিন্মোক্ত দাবি সমূহ জানানো হয়-
- শিল্পাঞ্চলে বৈষম্য ও জাতিবিদ্বেষী আচরণ বন্ধ করতে হবে।
- পার্বত্য চট্টগ্রামের প্রধান উৎসব ‘বৈসাবি’ ছুটি-বোনাস দিতে হবে।
- নারী শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে ওভার-টাইম খাটানো চলবে না।
- কর্মজীবীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সংক্রান্ত দাবি-দাওয়া :
- পা. চট্টগ্রামে থেকে অগণতান্ত্রিক ১১ নির্দেশনা তুলে নাও।
- গিরিফুল ও তিবিরেছড়িতে সেনা ক্যাম্প স্থাপন, মানি না তুলে নাও!
- সেনা প্রহরায় নব্য মুখোশবাহিনীর অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজি বন্ধ কর!
———————————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।