৩ জানুয়ারি রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে জেএসএস

0

সিএইচটি নিউজ ডটকম
Sorok-aborodরাঙামাটি প্রতিনিধি।। রাঙ্গামাটি জেলায় আগামী ৩ জানুয়ারি ২০১৬, রবিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করছে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি দেওয়া  হয়েছে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

সদ্য সম্পন্ন হওয়া রাঙামাটি পৌরসভা নির্বাচনকে প্রহনমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে দলটি।

অবরোধ চলাকালীন সময়ে এ্যাম্বুলেন্স, জরুরী বিদ্যুৎ সরবরাহ ও পৌরসভার আবর্জনা গাড়ী, আইন-শৃঙ্খলা বাহিনীর যান ইত্যাদি অবরোধের আওতামুক্ত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More