ঢাকা : লংগদু গণহত্যার ২৯তম বার্ষিকীতে আগামীকাল ৪ মে (শুক্রবার) ঢাকায় যৌথভাবে আলোচনা সভার আয়োজন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণাতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
রাজধানীর নির্মল সেন হল রুমে বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা শুরু হবে। সভায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীসহ পেশাজীবীরাও অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ৪ মে রাঙামাটির লংগদু উপজেলায় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় সেটলার বাঙালিরা পাহাড়ি অধ্যুষিত গ্রামগুলোতে পরিকল্পিতভাবে হামলা করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, বৌদ্ধ মন্দির ও বুদ্ধ মুর্তি ধ্বংস করে। সেটলারদের এ হামলায় বহু পাহাড়ি হতাহত হয়।
_______
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।