খাগড়াছড়ি : সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সদরে যুব সমাবেশ করবে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।
গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে যুব সমাবেশ সফল করতে এলাকার যুব সমাজ ও জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। একই সাথে সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা দানের জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বিগত ২০০২ সালের ৫ এপ্রিল চট্টগ্রামে গণতান্ত্রিক যুব ফোরাম গঠন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ভ‚মি বেদখলসহ শাসকগোষ্ঠীর সকল অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ভ‚মিকা পালন করে আসছে। আগামী ৫ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠার ১৬ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে পথসভা, যুব সমাবেশ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
———————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।