৬ মাস কেন্দ্রে যাচ্ছে না স্বাস্থ্য সহকারী: মানিকছড়ির চেম্প্রুপাড়ার ‘মা ও শিশুরা’ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত !
টিকা না পাওয়া শিশু আনিফার মা সাফিয়া বেগম জানান, আমার মেয়ে গত ১৯.৪.১২ তারিখে জন্ম গ্রহণ করার পর মাত্র ২টি টিকা পেয়েছে। স্বাস্থ্যকর্মী ৬ মাস ধরে কেন্দ্রে না আসার কারণে বাকী টিকাগুলো দিতে পারেনি। এখন আমি শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। এছাড়া এ সময়ের মধ্যে অনেক মায়েরা গর্ভবর্তী হলেও টিকা না নিয়েই সন্তান প্রসব করতে যাচ্ছেন।
এ বিষয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক অনাদি রঞ্জন চাকমা প্রতিনিধিকে জানান, বাটনাতলীর ৮টি কেন্দ্রে নিয়মিত ও সময় মত ওষধ বক্স যাচ্ছে এবং রির্পোট ও জমা দিচ্ছে। কিন্তু ওই এলাকার জনপ্রতিনিধি ও সচেতন অভিভাবকরা ইতিমধ্যে ঘটনাটি আমাকে জানিয়েছে। যার ফলে এখন থেকে প্রতিটি কেন্দ্র মনিটরিং করার ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো.দিদারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে তাকে একাধিকবার লিখিত শোকজ করাসহ বেতন বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা.হাসান ইমাম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান,যে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।