৮ আগস্ট ঢাকায় ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সংবাদ  সম্মেলন 

0
4

ঢাকা : ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউডব্লিউডিএফ) আগামীকাল ৮ আগস্ট ২০১৮, বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে।

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইকেল চাকমা জানিয়েছেন।

উক্ত সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়া ও সংবাদ সংস্থার সংবাদদাতা ও আলোকচিত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ১ম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে শ্রমজীবী ফ্রন্ট (পা. চট্টগ্রাম)-এর নাম পরিবর্তন করে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট করা হয়।
————-—–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.