খাগড়াছড়ি : রাষ্ট্রীয় পরিকল্পনায় নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের দিয়ে ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে পরপর দুইদিন সড়ক অবরোধ শেষে আগামীকাল ৮ জানুয়ারি (সোমবার) সংবাদ সম্মেলন ডেকেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সকাল ১১টায় ্খাগড়াছড়ির স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন থেকে পরবর্তী ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে ইউপিডিএফ।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির সকল প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক ও সংবাদ কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।