৮ বম হত্যা: বিচার বিভাগীয় তদন্ত দাবি সিএইচটি কমিশনের

0
106

ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) বান্দরবানের রোয়াংছড়িতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী কর্তৃক বম জাতিগোষ্ঠীর ৮ সদস্যকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করার ঘটনাকে ‘বম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও টার্গেটকৃত গণহত্যা’ বলে অভিহিত করেছে এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

গতকাল বুধবার (১২ এপ্রিল ২০২৩) কমিশনের পক্ষে তিন কো-চেয়ার সুলতানা কামাল, এলসা স্যামাটোপৌলৌ এবং মিরনা ক্যানিংহাম কেইন এক বিবৃতিতে এই দাবি জানান।

তারা বলেন, ‘গত ৬ এপ্রিল ২০২৩ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কথিত “বন্দুকযুদ্ধে” আট জন আদিবাসী বম নিহত হওয়ার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম কমিশন গভীরভাবে উদ্বিগ্ন।’

কামিশন বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘গত ৯ এপ্রিল ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল ‍উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম উক্ত ঘটনার প্রতিবাদে ঢাকায় একটি মিছিল করে। তারা অভিযোগ করে যে, ৬ এপ্রিল ভোরে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী রুমার পাইন্দু ইউনিয়নের জুরভারাং পাড়া থেকে নিরস্ত্র ২২ জন বম গ্রামবাসীকে অপহরণ করে। তাদেরকে একটি স্থানীয় স্কুলে বন্দী করে রাখার পর ঠ্যাঙারে বাহিনী ৮ জন বম গ্রামবাসীকে হত্যা করে বাকিদের ছেড়ে দেয়। ভারতের ত্রিপুরা ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যানিটি প্রটেকশন ফোরামও এক বিবৃতিতে একই অভিযোগ উত্থাপন করেছে।’

কমিশন মন্তব্য করে বলেছে, যদি এসব অভিযোগ সত্য হয়, তাহলে তা হবে পার্বত্য চট্টগ্রামের অন্যতম ক্ষুদ্রতম আদিবাসী জনগোষ্ঠী বম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও টার্গেটকৃত গণহত্যা।

ইউপিডিএফ ও পিসিজেএসএস দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মদদপুষ্ট বিভিন্ন ঠ্যাঙারে বাহিনীর কার্যকলাপ সম্পর্কে অভিযোগ করে আসছে জানিয়ে কমিশন নেতৃবৃন্দ বলেন, ‘তাদের রিপোর্ট মতে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এইসব ঠ্যাঙারে বাহিনী কর্তৃক ৪৪ জন ইউপিডিএফ সদস্য ও ৩২ জন পিসিজেএসএস সদস্য নিহত হয়েছে। সম্প্রতি ২ এপ্রিল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাঙালি সেটেলারদের নির্যাতনে হ্লাচিং মং মারমা (উষা) নামে এক রাজনৈতিক কর্মী (ইউপিডিএফ সদস্য) এবং ৪ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রিদিব চাকমা নামে অপর এক রাজনৈতিক কর্মী (তিনিও ইউপিডিএফ সদস্য) ঠ্যাঙারে বাহিনীর গুলিতে মারা যান।’

কমিশন পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ জানায়।

কমিশন পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে পাঁচটি সুপারিশ করেছে। সুপারিশগুলো হলো ১) আদিবাসী ৮ বম হত্যার বিচার বিভাগীয় তদন্ত, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও বিচার করা।

২) বম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, গত বছর অক্টোবর থেকে ভারতে পালিয়ে যাওয়া বম শরণার্থীদের ফিরিয়ে আনা, আভ্যন্তরীণ উদ্বাস্তুদের জরুরী ভিত্তিতে সহায়তা প্রদান করা।

৩) আদিবাসী অধিকার কর্মীদের অপরাধীকরণ বন্ধ করা, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা ও তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে দেয়া।

৪) পার্বত্য চট্টগ্রামে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা, ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রদান এবং দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করা।

৫) পার্বত্য চট্টগ্রামকে বেসামরিকীকরণ করা এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.