খাগড়াছড়ি : উই শ্যাল ওভারকাম গানটির তালে তালে খাগড়াছড়ি জেলা সদরে স্বনির্ভরস্থ পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছে। ছবিতে পার্টি পতাকাকে স্যালুট জানিয়ে সম্মান জানাতে দেখা যাচ্ছে।
ইউপিডিএফ প্রতিষ্ঠার ১৯তম বার্ষিকী পালনের লক্ষ্যে পার্টি বিভিন্ন এলাকায় নানা ধরণের কর্মসূচি প্রদান করেছে। খাগড়াছড়ি সদরে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক প্রদান, বেলুন উত্তোলন ও শিশু র্যালির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারানহিয়া ও স্বনির্ভর এলাকা নানা রঙের পতাকায় শোভিত করা হয়েছে।
# ছবিটি পার্টি অফিসে সকাল ৭ টা ৪০ মিনিটে তোলা হয়েছে।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।