ঢাকা: আজ ১৪ ফেব্রুয়ারি “স্বৈরাচার প্রতিরোধ দিবস” উপলক্ষে সকাল ৮টায় শিক্ষা অধিকার চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)।
এ সময় পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভপতি অংগ্য মারমাসহ তিন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারী এরশাদ সরকারের কুখ্যাত মজিদ খানের শিক্ষানীতি বাতিল ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের নির্বিচার গুলিতে জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহা, মোজাম্মেলসহ আরও অনেকে নিহত হন। গণগ্রেফতারে নির্মম নির্যাতনের শিকার হন দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।