ঢাকা রিপোর্টার : প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট নারায়নগঞ্জের আদমজী শাখার ১ম কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ ৮ ডিসেম্বর(শুক্রবার) ঢাকার পল্টনস্থ জাতীয় মুক্তি কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে প্রবাসী শ্রমজীবি ফ্রন্ট আদমজী শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোহার্ট চাকমা লুসিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপিডিএফ ঢাকা অঞ্চলের সংগঠক মিল্টন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমা, প্রবাসী শ্রমজীবী ফ্রন্টের সভাপতি প্রমোদ জ্যোতি চাকমা, এবং আদমজী এলাকার সপন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মিন্টু চাকমা। কাউন্সিল সভা পরিচালনা করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব শান্তি চাকমা।
কাউন্সিল সভায় ট্রাম প্রশাসন কর্তৃক বিরোধপূর্ণ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় নিন্দা প্রস্তাব পাস করা হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে প্রতিনিয়ত শোষণ চালানো হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, উৎসবের ভাতা-বোনাসসহ কোন কিছুই শ্রমিকদের সঠিকভাবে দেওয়া হয় না। বক্তারা বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।
বক্তারা আরো বলেন, স্বার্থান্বেষী কায়েমী সেনাচক্র নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে নব্য মূখোশবাহিনী সৃষ্টিসহ বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণ সমস্ত বাধা উপেক্ষা করে ন্যায্য অধিকার পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলন জোরদার করবে। শ্রমজীবী-ছাত্র-যুব-নারী সহ সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলন বেগবান করতে হবে ।আন্দোলন জোরদারকরনে প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বক্তারা মন্তব্য করেন।
বক্তব্য শেষ হওয়ার পর আদমজী শাখার নব কমিটি গঠন করা হয়। এতে সোহার্ট চাকমা লুসিতকে সভাপতি এবং শান্তি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
———————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।