অপহৃত শুভ চাকমাকে ১৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি সীমান্তের নয়াবাজার এলাকা থেকে গতকাল (২০ অক্টোবর) অপহৃত শুভ চাকমাকে অপহরণের ৬ ঘন্টা পর ১৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব’ বাহিনীর সন্ত্রাসীরা।
গতকাল সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।
ভুক্তভোগী শুভ চাকমা রামগড়ের হাতিকুম্ভা পাড়ায় বসবাস করেন। তার পিতার নাম তান্নেরাম চাকমা।
জানা যায়, অপহরণের পর সন্ত্রাসীরা তাকে মানিকছড়ির তাদের আস্তানায় নিয়ে যায়। পরে তারা তার মুক্তির বিনিময়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর স্থানীয় মুরুব্বীরা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে আলোচনার পর ১৫ হাজার টাকার বিনিময়ে মুক্তি দিতে রাজী হয় সন্ত্রাসীরা। পরে উক্ত টাকাগুলো পরিশোধ করার পর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।
সন্ত্রাসীরা শুভ চাকমার কাছ থেকে “ইউপিডিএফে যোগ দিয়েছে কিনা, রামগড়ে কতজন ইউপিডিএফ সদস্য থাকে” ইত্যাদি প্রশ্ন করেছে বলে ভুক্তভোগী শুভ চাকমা জানান।
স্থানীয় এলাকাবাসী অবিলম্বে শুভ চাকমাকে অপহরণের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘসময় ধরে মানিকছড়ি এলাকায় সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব’ বাহিনীর সন্ত্রাসীরা খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধ কর্ম সংঘটিত করে আসছে। সেখান থেকে তারা রামগড় উপজেলায়ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। এই সন্ত্রাসী গ্রুপটির সাথে কয়েকজন বাঙালিও জড়িত রয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মীও যুক্ত রয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।