আগামীকাল গুইমারার তিন শহীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করবে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’

0


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে সেনা-সেটলার হামলায় সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে আগামীকাল ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করবে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’।

গত ১৫ অক্টোবর গুইমারায় শহীদদের সম্মানে আয়োজিত স্মরণসভা থেকে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পক্ষ থেকে খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন স্থানে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৫টায় একযোগে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণিতে পড়ুয়া মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচার ও সকল ধর্ষককে গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গুইমারা রামসু বাজার এলাকায় অবরোধ পালনকালে সেনা-সেটলাররা হামলা চালায়। এতে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুই প্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন। অপরদিকে সেনাবাহিনীর সহায়তায় সেটলার বাঙালিরা রামসু বাজারে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান-বসতবাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More