আগামীকাল চট্টগ্রামে প্রতিষ্ঠার ৩ যুগ পূর্তি পালন করবে হিল উইমেন্স ফেডারেশন

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
আগামীকাল ৮ মার্চ ২০২৪ আন্তর্জাতিক নারী দিবস ও পার্বত্য চট্টগ্রামের নারী সমাজের প্রতিনিধিত্বকারী ও পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে আপোষহীন সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম নগরীতে র্যালি ও প্রতিবাদী সাংস্কৃতিক আসরের আয়োজন করেছে।
আগামীকাল শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩:০০ টায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে এই কর্মসূচি পালিত হবে।
হিল উইমেন্স ফেডারেশনের সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক আমন্ত্রণ পত্রে এ কর্মসূচির কথা জানিয়েছেন।
এতে জাতীয় মুক্তি কাউন্সিলে চট্টগ্রাম পূর্ব-৩ এর সভাপতি ভুলন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনে কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য অপু দাশ গুপ্ত ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে রিতা চাকমা জানান।
উক্ত কর্মসূচিতে পত্রিকা, সংবাদ সংস্থা, টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং ভিডিও-স্থিরচিত্র গ্রাহককে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
কর্মসূচি উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন একটি পোস্টারও প্রকাশ করেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।