আগামীকাল ঢাকা হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি
ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

“ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের হাত থেকে আমাদের রক্ষা করুন” এই আহ্বানে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১০টায় ঢাকা হাইকোর্ট মাজার গেইটের সম্মুখে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) লামা সরই ভূমি রক্ষা কমিটির সদস্য যোহন ম্রো স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের (ত্রিপুরা ও ম্রো) ৪০০ একর জুম ভূমি বেদখলের অব্যাহত প্রচেষ্টা এবং বৌদ্ধ বিহারের জায়গায় জোরপূর্বক অবৈধ ঘর নির্মাণের প্রতিবাদে এবং ভূমিদস্যুদের শাস্তির দাবিতে’ আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ছাত্র সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষ বক্তব্য রাখবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দেশের পত্রিকা, সংবাদ সংস্থা, টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়ার প্রতিনিধি ও চিত্র গ্রাহকের উপস্থিতি কামনা করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন