আগামীকাল রাঙামাটিতে অবরোধ কর্মসুচি শিথিল, চলবে সকাল ৬ টা হতে ৯টা পর্যন্ত
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

লংগদুতে নিজ ছাত্রীর ধর্ষক আব্দুর রহিমকে তার পদ থেকে স্থায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের রাঙামাটি জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার (৩০ আগস্ট ২০২৩) রাঙামাটি জেলায় ঘোষিত আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙাামাটি জেলা সভাপতি রিমি চাকমা। আধাবেলার পরিবর্তে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টা এই অবরোধ কর্মসূচি চলবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, হাইকোর্টের পক্ষপাতমূলক জামিনের প্রতি ক্ষোভ প্রকাশ ও তা বাতিলপূর্বক ধর্ষক আব্দুর রহিমকে পুনঃ গ্রেফতার করে যাবজ্জীবন সাজা বহালের দাবিতে গত সোমবার কুদুকছড়িতে আয়োজিত ঝাড়ু মিছিল পরবর্তী সমাবেশ থেকে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখা আগামীকাল বুধবার রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন