আগামীকাল স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর: শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

0

খাগড়াছড়ি প্রতিনিধি ।। আগামীকাল ১৮ আগস্ট ২০২১ খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে রাষ্ট্রীয় সামরিক-বেসামরিক প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের ৩ বছর পূর্ণ হবে। ২০১৮ সালে সংঘটিত এ ঘটনায় সন্ত্রাসীরা পিসিপি, যুব ফোরাম নেতাসহ ৭ জনকে হত্যা করে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) সন্ধ্যা ৬টার সময় শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে শহীদদের স্মরণে খাগড়াছড়ি সদরে বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান ও পরে স্বনির্ভর বাজারে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবারববর্গ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘হত্যাকাণ্ডে জড়িত ও মদদ দাতাদের গ্রেফতার ও বিচার চাই’।

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে স্বনির্ভর বাজারে হত্যাকাণ্ডের শিকার ছাত্র নেতা তপন, এল্টন, যুব নেতা পলাশ, উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন, রুপম, পানছড়ির বাসিন্দা প্রকৌশলী ধীরাজ ও পেরাছড়া হামলায় নিহত সন কুমার চাকমাসহ আত্মোৎসর্গকারী সকল শহীদদের গভীরভাবে স্মরণ ও মঙ্গল কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে রাষ্ট্রীয় প্রশাসনের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে স্বনির্ভর বাজারে সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বেপরোয়া গুলি চালিয়ে পিসিপি নেতা তপন চাকমা, এল্টন চাকমা, যুব ফোরাম নেতা পলাশ চাকমা, উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন ও রূপম চাকমা এবং পানছড়ি এলাকার বাসিন্দা প্রকৌশলী ধীরাজ চাকমাকে খুন করে। এ ঘটনার কয়েক ঘন্টার পর পেরাছড়া এলাকায় বিক্ষোভরত জনতার উপর পূনরায় সন্ত্রাসীরা হামলা চালালে এতে সন কুমার চাকমা নামে ৭০ বছরের এক বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনার ৩ বছরেও প্রশাসন এখনো হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করেনি।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More