আগামীকাল স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর: শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

খাগড়াছড়ি প্রতিনিধি ।। আগামীকাল ১৮ আগস্ট ২০২১ খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে রাষ্ট্রীয় সামরিক-বেসামরিক প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের ৩ বছর পূর্ণ হবে। ২০১৮ সালে সংঘটিত এ ঘটনায় সন্ত্রাসীরা পিসিপি, যুব ফোরাম নেতাসহ ৭ জনকে হত্যা করে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) সন্ধ্যা ৬টার সময় শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে শহীদদের স্মরণে খাগড়াছড়ি সদরে বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান ও পরে স্বনির্ভর বাজারে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবারববর্গ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘হত্যাকাণ্ডে জড়িত ও মদদ দাতাদের গ্রেফতার ও বিচার চাই’।


প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে স্বনির্ভর বাজারে হত্যাকাণ্ডের শিকার ছাত্র নেতা তপন, এল্টন, যুব নেতা পলাশ, উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন, রুপম, পানছড়ির বাসিন্দা প্রকৌশলী ধীরাজ ও পেরাছড়া হামলায় নিহত সন কুমার চাকমাসহ আত্মোৎসর্গকারী সকল শহীদদের গভীরভাবে স্মরণ ও মঙ্গল কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে রাষ্ট্রীয় প্রশাসনের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে স্বনির্ভর বাজারে সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বেপরোয়া গুলি চালিয়ে পিসিপি নেতা তপন চাকমা, এল্টন চাকমা, যুব ফোরাম নেতা পলাশ চাকমা, উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন ও রূপম চাকমা এবং পানছড়ি এলাকার বাসিন্দা প্রকৌশলী ধীরাজ চাকমাকে খুন করে। এ ঘটনার কয়েক ঘন্টার পর পেরাছড়া এলাকায় বিক্ষোভরত জনতার উপর পূনরায় সন্ত্রাসীরা হামলা চালালে এতে সন কুমার চাকমা নামে ৭০ বছরের এক বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনার ৩ বছরেও প্রশাসন এখনো হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করেনি।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।