আগামীকাল (৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে পাহাড়ের ৪ সংগঠন

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ এপ্রিল ২০২৩

বান্দরবানের রোয়াংছড়িতে চাঞ্চল্যকর ৮ গ্রামবাসীকে হত্যার প্রতিবাদ ও মাইকেল চাকমাকে সন্ধান দেয়াসহ বেশ কিছু দাবিতে আগামীকাল ৯ এপ্রিল ২০২৩, রবিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পাদদেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ প্রদর্শন করবে পার্বত্য চট্টগ্রামে সক্রিয় চার গণতান্ত্রিক সংগঠন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

বিক্ষোভে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধগণ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

উক্ত বিক্ষোভ কর্মসূচিতে দেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা, টেলিভিশন, এফএম রেডিও ও অনলইন মিডিয়ার প্রতিনিধি ও ভিডিও-স্থিরচিত্র গ্রাহককে আমন্ত্রণ জানানো হয়েছে।  


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More