আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে রামগড়ে বান্দরবানে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

0

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪

আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস (International Day of Innocent Children Victims of Aggression) উপলক্ষে ‘বান্দরবানে ৫ম শ্রেণির শিশু ভানথাংপুই বম(১৩)-কে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আজ মঙ্গলবার (৪ জুন ২০২৪) সকাল ১০:৩০টার সময় রামগড় সদরের যৌথখামার এলাকায় খাগড়াছড়ি-ঢাকা সড়কে শত শত স্কুল শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ মিছিলে সমবেত হন।

বান্দরবানে সেনাবাহিনীর গুলিতে নিহত শিশু ভানথাংপুই বম’র ছবিযুক্ত ব্যানার নিয়ে মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ শেষে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় “পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে জুম্ম হত্যা বন্ধ কর; বম জাতিগোষ্ঠী আমাদের ভাই, হত্যার বিরুদ্ধে সোচ্চার হোন” ইত্যাদি শ্লোগান সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে রামগড় সরকারি কলেজের ছাত্র রাজু ত্রিপুরার সভাপতিত্বে ও যুবনেতা লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য নারী সংঘের রামগড় উপজেলা শাখা সভাপতি গুলমনি চাকমা ও সাবেক ওয়ার্ড মেম্বার সুমন কান্তি চাকমা।

বক্তারা বলেন, এ বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বান্দরবানের রুমা ও থানচিতে কথিত ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিসহ রাষ্ট্রীয় যৌথবাহিনী সেখানে কেএনএফ বিরোধী অভিযান চালাচ্ছে। এ অভিযানে বম জাতির অনেক নারী পুরুষকে অন্যায়ভাবে ধরপাকড়, গ্রেফতার ও হয়রানিসহ করা হচ্ছে। তাদের নিপীড়নের হাত থেকে গর্ভবতী নারী, শিশুরাও রেহায় পাচ্ছে না।

তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী শুধু ধরপাকড়, হয়রানি করে ক্ষান্ত হচ্ছে না। চলমান এ অভিযানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ভানথাংপুই বম (১৩)সহ ডজনের অধিক বম বিচার বহির্ভুত হত্যার শিকার হয়েছেন। গত ২৩ মে সেনাবাহিনী ভানথাংপুই বমকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।  

বক্তারা আরো বলেন, আজকে আমরা এমন সময় জাতিসংঘ ঘোষিত ‘আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস’ পালন করছি যখন বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চলছে, সেখানে নির্বিচারে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হচ্ছে। একইভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও সেনাবাহিনীর আগ্রাসনে জুম্ম শিশুরা অনিরাপদ জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে, তারা নিপীড়নসহ হত্যার শিকার হচ্ছে। বান্দরবানে রাষ্ট্রীয় বাহিনীর অভিযানে বম জাতিসত্তার শিশুরা চরম মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।


তারা বলেন, দিন দিন জুম্মদের উপর রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বক্তারা রাষ্ট্রীয় আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ থেকেবক্তারা অবিলম্বে ভানথাংপুই বমসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More