আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে পানছড়িতে বান্দরবানে বম শিশুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পানছড়ি প্রতিনিধি, সিএচটি নিউজ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
‘আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস ২০২৪’ উপলক্ষে বান্দরবানে ৫ম শ্রেণীর শিশু ভানথাংপুই বম(১৩)-কে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছে অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র, পানছড়ি শাখা।
আজ মঙ্গলবার (৪ জুন ২০২৪) সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিশু-কিশোর শিক্ষার্থীর অংশগ্রহণে বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক হত্যার শিকার শিশু শিক্ষার্থী ভানথাংপুই বম’র ছবিযুক্ত ব্যানার নিয়ে পানছড়ির লোগাং আমতলি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে লোগাং ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রিতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের ১০ম শ্রেণীর ছাত্র প্রান্তর চাকমা ও নবম শ্রেনীর ছাত্রী প্রীয়ন্তি চাকমা। এতে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা ও পিসিপির পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল ময় চাকমা।
সংহতি বক্তব্যে বরুন চাকমা বলেন, সারা বিশ্বের আগ্রসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস আজ। সারা বিশ্বে কোন না কোন দেশে আগ্রসনের শিকার হচ্ছে শিশুরা। বর্তমান সময়ে ফিলিস্তিনি জনগের ওপর ইসরায়েলের হামলা, বোমাবর্ষণের কারণে অনেক শিশু মারা যাচ্ছে। এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তার ব্যতিক্রম নয়। বান্দরবানে ব্যাংক নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তথাকথিত কেএনএফ বিরোধী রাষ্ট্রীয় বাহিনীর অভিযানে বম জাতিসত্তার ওপর অবর্ণনীয় নিপীড়ন চালানো হচ্ছে। এতে শিশু-নারীরাও আক্রান্ত হচ্ছেন। গত ২৩ মে ৫ম শ্রেনীর ছাত্র ভানথাংপুই বমকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি ভানথাংপুই বমকে হত্যার সাথে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি জানান।

পিসিপি নেতা সুনীল ময় চাকমা বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক শিশু নির্যাতন বেড়েই চলেছে। বান্দরবানে বম জনগোষ্ঠীর ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তাতে শিশুরাও রেহাই পাচ্ছে না। ভানথাংপুই বমের মতো শিশু শিক্ষার্থীরাও হত্যার শিকার হচ্ছে। বম জাতিসত্তাকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী অভিযানের নামে সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি এ নিপীড়নের বিরুদ্ধে ছাত্র সোচ্চার হয়ে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

প্রিয়ন্তি চাকমা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে শিশুরা নিরাপদ নয়। আমরা নিরাপদে জীবন যাপন করতে চাই। ৫ম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্যণ করে হত্যা করা হয়। আমরা শিশুরা রাষ্ট্রীবাহিনী কর্তৃক জগন্য আগ্রাসনের শিকার হচ্ছি। বান্দরবানে ৫ম শ্রেণীর ছাত্রকে গুলি করে হত্যা তারই দৃষ্টান্ত। তিনি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় আগ্রাসন বন্ধ ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সরকাারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রিতা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনের কারণে এক ভয়াবহ আগ্রাসন চলছে। সাধারণ ছাত্রদের গুলি করে হত্যা করা হচ্ছে। বান্দরবানে সেনাবাহিনী ৫ম শ্রেণীর ছাত্র ভানথাংপুই বমকে হত্য করছে। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এই জঘন্য হত্যার নিন্দা জানাই।
তিনি ভানথাংপুই হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।