আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে বান্দরবানে বম শিশুকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ

0


লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪

‘আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বান্দরবানের ৫ম শ্রেণীর শিশু ভানথাংপুই বম (১৩)-কে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা অগ্রসর শিশু কিশোর কেন্দ্রের উদ্যোগে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন ২০২৪) বেলা ২টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী একটি প্রতিবাদ সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তারা বলেন,‌ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই আগামীতে জাতির নেতৃত্ব দেবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের শিশুরা রাষ্ট্রীয় নানা দমন-পীড়নের কারণে সুস্থ মন-মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারছে না। সাম্প্রতিক সময়ে বান্দরবানের বম জাতিসত্তাদের উপর যে নিপীড়ন- নির্যাতন, বর্বরতা চালানো হচ্ছে তা খুবই নিন্দনীয়। সাধারণ শিক্ষার্থী, শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীরা পর্যন্ত রেহায় পাচ্ছে না। গত ২৩ মে ৫ম শ্রেণীর শিক্ষার্থীথ ভানথাংপুই বমকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। একটা স্বাধীন রাষ্ট্রে সংখ্যালঘু জাতিসত্তাদের উপর এমন অন্যায় দমন পীড়ন কখনো মেনে নেয়া যায় না।

বক্তারা রাষ্টীয় নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র সমাজকে‌ ঐক্যবদ্ধ হয়ে জাতির‌ অস্তিত্ব রক্ষার সংগ্রামে অংশ নেয়ার আহ্বান জানান।


সমাবেশে থেকে বক্তারা অবিলম্বে বান্দরবানে ৫ম শ্রেণীর ছাত্র ভানথাংপুই বমকে হত্যার সাথে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের শাস্তি ও বম জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

গনতন্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সদস্য সুমেন্তু চাকমার সঞ্চালনায় সংহতি বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা দপ্তর সম্পাদক মনি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা সহসভাপতি রুপন্ত চাকমা প্রমুখ।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More