আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে বান্দরবানে বম শিশু হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
‘আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বান্দরবানে ৫ম শ্রেণীর শিশু ভানথাংপুই বম (১৩)-কে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন ২০২৪) সকাল ১০টা সময় দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি দুঅর এলাকা হতে বিভিন্ন শিক্ষঅ প্রতিষ্ঠানের প্রায় দুই শ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় চৌমুহনী মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার সভাপতি শান্ত চাকমা ও লিখিত বক্তব্য রাখেন স্কুল ছাত্রী সুইটি চাকমা।

বক্তারা বলেন, ফিলিস্তিনি শিশুদের মতো পার্বত্য চট্টগ্রামেও রাষ্ট্রীয় আগ্রাসনের শিকার হচ্ছে আমাদের পাহাড়ি শিশুরা। গত ২৩ মে বান্দরবানে রাষ্ট্রয় বাহিনীর অভিযানে ৫ম শ্রেণীর ছাত্র ভানথানংপুই বমকে হত্যার ঘটনা তারই প্রমাণ দেয়। এর আগেও দুধের শিশুসহ কয়েকজন শিশুকে তাদের মায়েদের সাথে আটক করে জেলে পুরে রাখা হয়েছে। শুধূ বান্দরবানে নয়, পুরো পার্বত্য চট্টগ্রামে চলছে এই আগ্রাসন, দমনপীড়ন। ফলে পার্বত্য অঞ্চলের শিশুদেরকে এক অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠতে হচ্ছে।

তারা আরো বলেন, জাতিসংঘ শিশুদেরকে আগ্রাসনের কবল থেকে সুরক্ষা দিতে আজকের দিবসটি পালনের সিদ্ধান্ত নিলেও বিশ্বের বিভিন্ন দেশে এখনো শিশুরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছে। ইসরায়েলের হামলার কারণে ফিলিস্তিনে শত শত শিশু হত্যার শিকার হয়েছে, এখনো হচ্ছে। তাই পার্বত্য চট্টগ্রামসহ বিশ্বে রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সমাবেশ থেকে বক্তারা বান্দরবানে ভানথাংপুই বমের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাশাসন তুলে নেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।