আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে সাজেকের মাজলঙে বিক্ষোভ সমাবেশ

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে সাজেকের মাজলঙে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ নভেম্বর ২০২৪) ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে ৩ শতাধিক ছাত্র-যুবক নারীসহ সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রথমে একটি মিছিল মাজলঙ বাজার প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কলেজ শিক্ষার্থী নীতিশ চাকমার সভাপতিত্বে ও মাজলঙ এলাকার যুব প্রতিনিধি টুয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী সবিনা চাকমা, যুব প্রতিনিধি লেখন চাকমা ও রতন চাকমা।

বক্তারা বলেন, দেশে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নানা সংস্কার করা হলেও এখনো পাহাড়ের ফ্যাসিবাদী হাসিনার আমলের সামরিক-বেসামরিক প্রশাসনের তেমন পরিবর্তন আসেনি। এখনো সেনাশাসন জারি রয়েছে। সেনাশাসনের বৈধতার সুবিধার্থে এবং পার্বত্য চট্টগ্রামে জনগণকে মতপ্রকাশে স্বাধীনতাকে জিম্মি করতে পূর্বের মত ফ্যাসিস্ট হাসিনার দোসরদের আঞ্চলিক পরিষদে বহাল রাখা হয়েছে। তাদেরকে আঞ্চলিক পরিষদে রাখার উদ্দেশ্য হলো পাহাড়ে ফ্যাসিস্ট কায়দায় যেন পাহাড় সব সময় অশান্তি জিইয়ে রেখে কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীটির জন্য লাভ হয়।

বক্তারা আরো বলেন, গত ৫ আগস্ট অভ্যু্ত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চ আদালতের বিচারকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পার্বত্য জেলা পরিষদও পুনর্গঠন করা হয়েছে। কিন্তু আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের কোন কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচেছ না। গত ২৭ বছর ধরে একই নেতৃত্ব দিয়ে আঞ্চলিক পরিষদ অকার্যকর করে রাখা হয়েছে। যদিও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান-সদস্যদের সর্বোচ্চ মেয়াদ ৫ বছর। তাই আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করা পাহাড়ের আপামর জনগণের দাবি।

সমাবেশে বক্তারা সৎ, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More